বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে ইতিহাস গড়েছে। এই অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসেবে রাজকীয় সংবর্ধনার পাশাপাশি এবার মিলছে আর্থিক পুরস্কার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
গত ৬ জুলাই (রোববার) মিয়ানমারে ঐতিহাসিক জয় শেষে দেশে ফিরলে রাত দেড়টার দিকে নারী দলকে সংবর্ধনা দেয় বাফুফে। এরপর ৭ জুলাই ক্রীড়া উপদেষ্টা এই পুরস্কার ঘোষণা করেন। গত বছর নারী দল সাফ চ্যাম্পিয়ন হলে তার পরদিনই তিনি ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন, যা দ্রুত খেলোয়াড়দের কাছে পৌঁছে যায়।
যুব ও ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রীড়াঙ্গনের সাফল্য উদযাপনে রাজকীয় সংবর্ধনা ও তাৎক্ষণিক পুরস্কার প্রদানে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন তিনি। এর আগে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, অনূর্ধ্ব-২১ হকি দল, নারী সাফ ও সাফ অনূর্ধ্ব-২০ দলকেও তিনি আর্থিক প্রণোদনা দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে অস্ট্রেলিয়ায় ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। এখন পর্যন্ত অংশগ্রহণ নিশ্চিত করা ১১ দল হলো—অস্ট্রেলিয়া (স্বাগতিক), চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, বাংলাদেশ, ফিলিপাইনস, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। বাকি একটি দল আসবে বাছাইপর্বের ‘এ’ গ্রুপ থেকে, যেখানে রয়েছে ভুটান, সিঙ্গাপুর, ইরান, জর্ডান ও লেবানন।