Ridge Bangla

ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন

ইসরায়েলের দখলকৃত পশ্চিম জেরুজালেমের পাহাড় ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল চলছে টানা দ্বিতীয় দিনের মতো। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১০০টিরও বেশি অগ্নিনির্বাপক দল এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে বিশেষ দমকল বিমান। দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস এই দাবানলকে ‘ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ’ বলে উল্লেখ করেছে।

বৃহস্পতিবার (১ মে) টাইমস অব ইসরায়েল প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এরইমধ্যে বন্ধ হওয়া কয়েকটি সড়ক পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং সরিয়ে নেওয়া বাসিন্দাদের ঘরে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের বিবৃতিতে বলা হয়, তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করেছে এবং যেকোনো সময় আবারও ভয়াবহ রূপ নিতে পারে। এখন পর্যন্ত প্রায় ৫ হাজার একর জমি আগুনে পুড়ে গেছে, যার মধ্যে ৩ হাজার ২০০ একর বনভূমি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মোদিইন এলাকার কানাডা পার্ক।

দাবানলের সূত্রপাত হয় গত বুধবার সকালে জেরুজালেমের পাহাড়ি এলাকায়। উচ্চ তাপমাত্রা এবং বাতাসের গতি বৃদ্ধির ফলে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, বিভিন্ন এলাকায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই দাবানল নিয়ে দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। দমকল বাহিনী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং এর উৎস নির্ধারণ করতে।

আরো পড়ুন