Ridge Bangla

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দুই দিনের ইতালি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে গত রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান ড. ইউনূস।

রোম ফিউমিসিনো বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক। সোমবার এফএও আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন ড. ইউনূস। সেখানে তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করেন।

এছাড়া সফরকালে ড. মুহাম্মদ ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী, রোমের মেয়র ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন