ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করে নেটিজেনদের মধ্যে বিস্তৃত আলোচনা সৃষ্টি করেছেন। রিয়্যালিটি শো-এর মাধ্যমে ছোট পর্দায় ফেরার পর ব্যস্ততা থাকা সত্ত্বেও তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশিত ইংরেজি উদ্ধৃতিটি দেখিয়ে অনেকেই ধারণা করছেন, অভিনেত্রী কি কোনো বিষণ্ণতায় ভুগছেন।
পোস্টটির বাংলা অর্থ, “যে মেয়েটি বলে সব কিছুই কোনও না কোনও কারণে ঘটে, তার আড়ালে লুকিয়ে থাকে আরেক মেয়ে, যে বুঝতেই পারে না—সে কী এমন ভুল করেছিল যে এত যন্ত্রণা আর বিষাদ তার প্রাপ্য হল।” এই উদ্ধৃতিটি নিয়ে ভক্ত-অনুরাগী এবং নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে। তবে অভিনেত্রী নিজে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।
অন্যদিকে, ঐন্দ্রিলার দীর্ঘদিনের প্রেমিক এবং সহ-অভিনেতা অঙ্কুশ হাজরাও বর্তমানে আইনি জটিলতায় জড়িয়েছেন। বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আগামী ১৬ সেপ্টেম্বর তাকে এডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে অঙ্কুশ এখনও কোনো প্রতিক্রিয়া দেননি।
উল্লেখযোগ্য, এক দশকেরও বেশি সময় ধরে অঙ্কুশ ও ঐন্দ্রিলা প্রেম করছেন এবং একাধিক ছবিতে জুটি বেঁধেছেন। তাদের অভিনীত নতুন চলচ্চিত্র ‘নারী চরিত্র বেজায় জটিল’ আগামী বছরের সরস্বতী পূজায় মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এদিকে, ঐন্দ্রিলার পোস্ট এবং অঙ্কুশের আইনি সমস্যা একসঙ্গে প্রকাশ হওয়ায় দর্শক ও নেটিজেনদের মধ্যে জল্পনা-কল্পনার অন্ত নেই। শোবিজ অঙ্গনে তাদের এই পরিস্থিতি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।