Ridge Bangla

ইউরোপজুড়ে তীব্র গরম, প্যারিসে ‘রেড অ্যালার্ট’ জারি

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে জনসাধারণকে সতর্ক করতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। চলমান এই তাপপ্রবাহ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ফ্রান্সের মধ্য ও দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, যুক্তরাজ্যের কিছু এলাকাতেও আগামী সপ্তাহে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সাধারণত ঠান্ডা ও মৃদু আবহাওয়ার জন্য পরিচিত দেশটির জন্য এ ধরনের তাপমাত্রা অত্যন্ত বিরল এবং অস্বস্তিকর।

ইতোমধ্যে ইউরোপের অনেক দেশে স্বাস্থ্য অধিদপ্তরগুলো বিশেষ ব্যবস্থায় জরুরি চিকিৎসা কেন্দ্র চালু করেছে, যাতে তাপজনিত অসুস্থতাকে দ্রুত মোকাবিলা করা যায়।

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনেরই ফল এই অস্বাভাবিক গরম। তারা সতর্ক করে দিয়েছেন, ভবিষ্যতে এমন তাপপ্রবাহ ইউরোপে নিয়মিত ঘটনায় পরিণত হতে পারে। ফলে পরিবেশ ও স্বাস্থ্য খাতে তা ভয়াবহ প্রভাব ফেলবে।

আরো পড়ুন