Ridge Bangla

ইউনিমার্টের ১২ বছর পূর্তি উদযাপন

দেশের প্রিমিয়াম রিটেইল চেইন ইউনিমার্ট তার পথচলার ১২ বছর পূর্তি বর্ণাঢ্য ‘সেলিব্রেশন নাইট’ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেছে গত বৃহস্পতিবার। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে গুণগত মান, উদ্ভাবন এবং গ্রাহকসেবার প্রতি ইউনিমার্টের দীর্ঘ এক যুগের অঙ্গীকার তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা, উপদেষ্টা কে এম এ শামীম, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঈনউদ্দীন হাসান রশিদ, পরিচালক শারফুদ্দিন আখতার রশিদসহ প্রতিষ্ঠানের শীর্ষ অংশীদার ও স্টেকহোল্ডাররা। এছাড়া ইউনিমার্ট লিমিটেডের সিইও গাজী মাহফুজুর রহমান ও সিওও শাহিন মাহমুদও উপস্থিত ছিলেন।

গুলশানে ছোট একটি আউটলেট থেকে ২০১৩ সালে যাত্রা শুরু করে ইউনিমার্ট, যা এখন দেশের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় রিটেইল ব্র্যান্ডে পরিণত হয়েছে। গ্রোসারি ও লাইফস্টাইল শপিংয়ে নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে ‘ফুড’, ‘নন-ফুড’, ‘পেরিশেবলস’, ‘লাইফস্টাইল’ এবং ‘সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’—এই পাঁচটি ক্যাটাগরিতে শীর্ষ পার্টনারদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা কেবল পারফরম্যান্সে নয়, উদ্ভাবন ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সিইও গাজী মাহফুজুর রহমান বলেন, “প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব, যখন আমরা একসঙ্গে এগিয়ে যাই। আজকের রাত শুধু সফলতার নয়, আস্থা ও অংশীদারিত্বের উৎসব।” অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

আরো পড়ুন