দেশের প্রিমিয়াম রিটেইল চেইন ইউনিমার্ট তার পথচলার ১২ বছর পূর্তি বর্ণাঢ্য ‘সেলিব্রেশন নাইট’ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেছে গত বৃহস্পতিবার। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে গুণগত মান, উদ্ভাবন এবং গ্রাহকসেবার প্রতি ইউনিমার্টের দীর্ঘ এক যুগের অঙ্গীকার তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা, উপদেষ্টা কে এম এ শামীম, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঈনউদ্দীন হাসান রশিদ, পরিচালক শারফুদ্দিন আখতার রশিদসহ প্রতিষ্ঠানের শীর্ষ অংশীদার ও স্টেকহোল্ডাররা। এছাড়া ইউনিমার্ট লিমিটেডের সিইও গাজী মাহফুজুর রহমান ও সিওও শাহিন মাহমুদও উপস্থিত ছিলেন।
গুলশানে ছোট একটি আউটলেট থেকে ২০১৩ সালে যাত্রা শুরু করে ইউনিমার্ট, যা এখন দেশের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় রিটেইল ব্র্যান্ডে পরিণত হয়েছে। গ্রোসারি ও লাইফস্টাইল শপিংয়ে নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে ‘ফুড’, ‘নন-ফুড’, ‘পেরিশেবলস’, ‘লাইফস্টাইল’ এবং ‘সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’—এই পাঁচটি ক্যাটাগরিতে শীর্ষ পার্টনারদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা কেবল পারফরম্যান্সে নয়, উদ্ভাবন ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সিইও গাজী মাহফুজুর রহমান বলেন, “প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব, যখন আমরা একসঙ্গে এগিয়ে যাই। আজকের রাত শুধু সফলতার নয়, আস্থা ও অংশীদারিত্বের উৎসব।” অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।