ব্যতিক্রমী কাহিনি ও নির্মাণশৈলীর জন্য পরিচিত ক্যাপিটাল ড্রামা এবারও দর্শকদের চমক দিয়েছে। তাদের নতুন নাটক ‘ফান্দা’ মুক্তির মাত্র তিন দিনেই ইউটিউবে ভিউ ছাড়িয়েছে ১৪ লাখ। বসুন্ধরা হাউজিং নিবেদিত এ নাটকটি রহস্য ও থ্রিলারধর্মী কাহিনির জন্য দর্শকদের মধ্যে আলোচনায় এসেছে।
প্রকাশের পর থেকেই মন্তব্য বিভাগে ভেসে আসছে প্রশংসার বন্যা। দর্শক ইউসুফ সরদার লিখেছেন, “এক কথায় অসাধারণ, খায়রুল ও তিশা দুজনকেই মানিয়েছে।” আরেকজন দর্শক চয়ন রায় জানান, “গ্রাফিক্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোকেশন ও কাহিনি সবই দারুণ।” সিয়াম নামের একজন মনে করেন, “বর্তমান সময়ে ক্যাপিটাল ড্রামা বাংলা নাটকের জন্য সেরা।”
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এ কে পরাগ। কাহিনি আবর্তিত হয়েছে নেত্রকোনার ‘ফান্দা’ নামের এক গ্রামকে ঘিরে। এখানে খলিল নামের এক ঋণগ্রস্ত চরিত্রকে কেন্দ্র করে গ্রামজুড়ে রহস্যময় ঘটনা ঘটতে থাকে। ‘খলিল’ চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, আর তানজিন তিশাকে দেখা গেছে গুরুত্বপূর্ণ এক ভূমিকায়।
অভিনয় অভিজ্ঞতা নিয়ে খায়রুল বাসার বলেন, “খলিল চরিত্রটি রহস্যময় এবং বহুমাত্রিক। অভিনয়ের সুযোগ পেয়ে আমি ভীষণভাবে উপভোগ করেছি।” তানজিন তিশার মতে, “প্রতিটি দৃশ্যে ছিল পেশাদারি ও সৃজনশীলতা।”
নাটকটিতে আরও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, মাহমুদ আলম, শারমিন সুলতানা শর্মি, এ্যালেন টিটু ও মনিশা। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ, আর সংলাপ ও স্ক্রিপ্টে সাকিব হাসান বাঁধন। এতে ব্যবহৃত হয়েছে অনিমেষ রয় ও দোলা রহমানের কণ্ঠে গাওয়া গান ‘ছু মন্তর ছু’। প্রযোজক আনোয়ারুল আলম সজল জানিয়েছেন, গানটি শিগগিরই ক্যাপিটাল মিউজিকে আলাদাভাবে প্রকাশ করা হবে।