দুই সপ্তাহ আগে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির জন্য ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ার করেছিলেন যে শর্ত না মানলে বাড়তি শুল্ক আরোপসহ বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে এবার সেই সময়সীমা কমিয়ে এনেছেন ট্রাম্প।
সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ড সফররত অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, পুতিনের জন্য নতুন সময়সীমা আজ থেকে মাত্র ১০ বা ১২ দিন বাকি। তিনি বলেন, “দুই সপ্তাহ আগে আমি তাকে (পুতিনকে) ৫০ দিনের সময় দিয়েছিলাম। এখন সেটা আর নেই।”
পুতিনের আচরণে হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, “আমি তিনবার মনে করেছি তারা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি।” তিনি আরও বলেন, যদি রাশিয়া ও ইউক্রেন কোনো শান্তি চুক্তিতে না পৌঁছায়, তাহলে তিনি সেকেন্ডারি শুল্ক আরোপসহ কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করতে পারেন।
ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ কোনোভাবেই থামছে না। যুক্তরাষ্ট্র মধ্যস্থতার একাধিক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পক্ষে অবস্থান নিলেও যুদ্ধে বর্তমানে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে রাশিয়া।