Ridge Bangla

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে শর্তহীন সমর্থন জানিয়েছে কিম জং উন

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি শর্তহীন সমর্থনের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। সম্প্রতি উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করা হয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তিন দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তিনি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসানে পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের সঙ্গে বৈঠক করেন। এটি ছিল তাদের দ্বিতীয় দফা কৌশলগত সংলাপ। গত বছর স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির আওতায় তারা পরস্পর সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

পরে লাভরভ দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাৎ করেন। উত্তর কোরিয়া ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো দাবি করছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার যুদ্ধকৌশলে গতি আনতে এবং পশ্চিমা প্রভাব মোকাবিলা করতে কিম জং উন এই সমর্থন প্রকাশ্যে আনেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ চালায় রাশিয়া। এরপর থেকে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, পিয়ংইয়ং মস্কোকে ১০,০০০-এরও বেশি সেনা ও যুদ্ধাস্ত্র সরবরাহ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞাবিধ্বস্ত এই দুই দেশের ঘনিষ্ঠতা বৈশ্বিক কূটনৈতিক ভারসাম্যে একটি নতুন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে পারে, যা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করার ঝুঁকি তৈরি করছে।

আরো পড়ুন