ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধবিরতির পর সেখানে পশ্চিমা দেশগুলোর শান্তি বাহিনী মোতায়েনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্যারিসে অনুষ্ঠিত এক সম্মেলনের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ইউক্রেনের ২৬ মিত্রদেশ যুদ্ধবিরতির পরপরই স্থল, নৌ বা আকাশপথে সেনা পাঠাতে সম্মত হয়েছে। তবে এসময় তিনি দেশগুলোর নাম প্রকাশ করেননি।
এর প্রতিক্রিয়ায় পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে যে কোনো বিদেশি সেনা মোতায়েন বৈধ লক্ষ্যবস্তুর মধ্যে পড়বে। যদিও এখনও কোনো সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়নি, তবুও তিনি এই পদক্ষেপকে উত্তেজনা বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে দেখছেন।
ম্যাক্রোঁ বলেন, প্রস্তাবিত শান্তি বাহিনী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং নতুন আগ্রাসন ঠেকানোর উদ্দেশ্যে গঠিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে প্রথমবারের মতো নেওয়া বাস্তব কোনো পদক্ষেপ বলে মন্তব্য করেছেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের আলাস্কা বৈঠকের পর অগ্রগতির সম্ভাবনা দেখা দিলেও, পুতিন বলেছেন, “ইউক্রেনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা প্রায় অসম্ভব।” তবে ট্রাম্পের সঙ্গে ‘খোলামেলা সংলাপ’ চলছে বলেও উল্লেখ করেন তিনি।