Ridge Bangla

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত অন্তত ৪

ইউক্রেনে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত এবং ৭০ জন আহত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাজধানী কিয়েভে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, যেখানে বেশিরভাগ প্রজেক্টাইল লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী একটি মেয়েও রয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ইউক্রেনের সাতটি অঞ্চল লক্ষ্য করে প্রায় ৬০০টি ড্রোন এবং দশটির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার প্রতিক্রিয়ায় জেলেনস্কি রাশিয়াকে হুশিয়ারি দিয়ে বলেছেন এই হামলার প্রতিশোধ নেওয়া হবে। রাশিয়ার এই হামলাকে তিনি “জঘন্য” উল্লেখ করে বলেন, মস্কো লড়াই এবং হত্যা চালিয়ে যেতে চায়।

তবে রাশিয়ার তরফ থেকে বলা হয়, তারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সমর্থনকারী সামরিক স্থাপনা এবং শিল্প প্রতিষ্ঠানগুলিতে আঘাত করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাশিয়া একদিকে শান্তির কথা বলছে, অন্যদিকে আক্রমণ জারি রেখেছে। যা কেবল তাদের কৌশল। ফলশ্রুতিতে সংঘাতের প্রকৃত অবসানের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৪

আরো পড়ুন