Ridge Bangla

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২ জন নিহত, আহত ৩৩

ইউক্রেনে রাশিয়ার হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ। সোমবার (২৫ আগস্ট) রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার ১০৪টি ড্রোনের মধ্যে ৭৬টি ভূপাতিত করেছে। চলমান শান্তি আলোচনার সম্ভাবনার মধ্যেই হামলা জারি রেখেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকের কথা বললেও সেটা আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে শঙ্কা জেগেছে। ট্রাম্প জেলেনস্কি এবং পুতিনকে একত্রিত করার চেষ্টা করেছেন, যদিও তিনি এই দুই নেতাকে একত্র করা কঠিন বলে স্বীকার করেছেন। রবিবার জেলেনস্কি বলেছেন, যুদ্ধের অবসান ঘটানোর জন্য পুতিনের সাথে বৈঠকই হবে সবচেয়ে কার্যকর উপায়।

এদিকে ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে পদার্পণ করলেও যুদ্ধ বন্ধে বাস্তব অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। পশ্চিমা শক্তিধর দেশগুলো ইউক্রেনের পাশে দাঁড়ালেও কিছুতেই পুতিনকে তারা যুদ্ধবিরতির শর্তে রাজি করাতে পারছে না। এমতাবস্থায় ক্রমেই পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন