ইউক্রেনকে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আধুনিক অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র, তবে এর সম্পূর্ণ ব্যয় বহন করবে ন্যাটো—এমনটাই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১১ জুলাই) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা প্যাট্রিয়ট পাঠাচ্ছি ন্যাটোতে, সেখান থেকে তারা তা বিতরণ করবে। ন্যাটোই এর পুরো খরচ বহন করবে।”
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে অন্তত ১০টি প্যাট্রিয়ট সিস্টেম চেয়ে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি একে ‘জীবন বাঁচানোর রক্ষাকবচ’ হিসেবে আখ্যা দেন। ইতালির রোমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জার্মানি দুইটি এবং নরওয়ে একটি প্যাট্রিয়ট সিস্টেমের ব্যয়ভার নিতে রাজি হয়েছে। আরও কয়েকটি ইউরোপীয় দেশও সহযোগিতার আশ্বাস দিয়েছে।
সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপের পর ট্রাম্প নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউরোপীয় দেশগুলোকে দ্রুত অস্ত্র পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাই তারা নিজেদের মজুদ থেকে সরবরাহ করুক, পরে আমরা প্রতিস্থাপনের চুক্তি করব।”
রাশিয়া গত মঙ্গলবার রাতে ইউক্রেনে রেকর্ড ৭২৮টি ড্রোন নিক্ষেপ করে এবং আরও ১,০০০ ড্রোন ব্যবহারের হুমকি দিয়েছে। জাতিসংঘের তথ্য মতে, জুন মাসে ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা ছিল সর্বোচ্চ—২৩২ জন নিহত এবং ১,৩০০ জন আহত।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের এ পর্যায়ে ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট সিস্টেমসহ প্রতিরক্ষা সরঞ্জামগুলো টিকে থাকার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।