১৫ আগস্ট আলাস্কায় অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন বিষয়ক শীর্ষ বৈঠকের তিন দিন আগে ইউরোপীয় নেতারা সতর্কবার্তা দিয়ে বলেছেন, জোর করে ইউক্রেনের সীমানা পরিবর্তন করা যাবে না।
গত শুক্রবার (৮ আগস্ট) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় নেতারা বলেন, “ইউক্রেনের জনগণকে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা দিতে হবে।” বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “আন্তর্জাতিক সীমানা বলপ্রয়োগে পরিবর্তন করা যাবে না এবং আঞ্চলিক অখণ্ডতার নীতি অবশ্যই সম্মান করতে হবে।”
ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের মধ্যে ২৬ জন নেতা এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। একমাত্র দেশ হিসেবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই বিবৃতিতে স্বাক্ষর করেননি। তিনি দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছেন। ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তাকেও তিনি একাধিকবার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইইউ নেতাদের এই সতর্কবার্তা আসন্ন ট্রাম্প-পুতিন বৈঠকের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বৃদ্ধি করেছে।