Ridge Bangla

ইউক্রেনের পাল্টা অভিযানে দুই রুশ গোয়েন্দা নিহত

গত বৃহস্পতিবার রাশিয়ার গোয়েন্দা সংস্থার একজন এজেন্টের গুলিতে ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচ নিহত হন। তার হত্যার প্রতিক্রিয়ায় রোববার পাল্টা অভিযান চালায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ (সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন)। অভিযানে রাশিয়ার হয়ে কাজ করা দুই গোয়েন্দা এজেন্টকে শনাক্ত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এসবিইউ।

এসবিইউ প্রধান ভাসিল মালিউক এক ভিডিও বার্তায় জানান, নিহতরা রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির হয়ে দীর্ঘদিন ইউক্রেনে সক্রিয় ছিল। রোববার সকালে তাদের গোপন অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের সময় তারা প্রতিরোধের চেষ্টা করলে ঘটনাস্থলেই তারা নিহত হয়।

উল্লেখ্য, কিয়েভের একটি গাড়ি পার্কিংয়ে কর্নেল ইভান ভোরোনিচকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। হামলার পর হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসবিইউ জানিয়েছে, হামলার আগে সন্দেহভাজনরা কর্নেল ভোরোনিচের গতিবিধি নজরে রেখেছিল এবং তথ্য গোপনে পাঠাচ্ছিল।

রোববার ইউক্রেন পুলিশ জানায়, নিহত দুই এজেন্ট ছিলেন একটি বিদেশি দেশের নাগরিক। পরে নিশ্চিত হওয়া যায়, তারা রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত ছিলেন।

এ ঘটনায় এখনো রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে এমন গুপ্তচরবৃত্তিমূলক সংঘর্ষ চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে।

আরো পড়ুন