Ridge Bangla

ইউক্রেনের ড্রোন হামলায় সোচি তেল ডিপোতে আগুন লেগেছে: রাশিয়া

রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলবর্তী পর্যটন নগরী সোচির কাছে একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (৩ আগস্ট) এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। দেশটির ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, ইউক্রেনীয় ড্রোন হামলার ধ্বংসাবশেষ একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত করলে সেখানে আগুন লেগে যায়।

ঘটনাস্থলে ১২৭ জন দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সোচি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। উল্লেখ্য, এই বিমানবন্দরটি ২০১৪ সালের শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজনস্থলের নিকটে অবস্থিত।

এদিকে পাল্টা অভিযানে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের একটি গুরুত্বপূর্ণ সেতুতে বিমান হামলা চালায়, যেখানে একজন নিহত হওয়ার খবর জানিয়েছে ইউক্রেনের স্থানীয় প্রশাসন। একই দিনে মাইকোলাইভ শহরে রুশ হামলায় সাতজন আহত হন এবং বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এর আগের দিন শনিবার, খেরসন ও ডোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার পৃথক হামলায় সাতজন ইউক্রেনীয় নাগরিক নিহত হন বলে জানায় দেশটির সরকার।

বর্তমান পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তাপ আবারও নতুন মাত্রায় পৌঁছেছে, বিশেষত সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোর ওপর হামলা এবং পাল্টা প্রতিক্রিয়া ঘিরে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন