Ridge Bangla

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বসুন্ধরা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় রাষ্ট্রদূতের সঙ্গে ডেপুটি হেড অব ডেলিগেশন মিসেস বেইবা জেরিনাও উপস্থিত ছিলেন।

সাক্ষাত ও মতবিনিময়ের সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী ও অর্থবহ করার প্রক্রিয়া ও পথনির্দেশনা এ সময় গুরুত্বসহকারে আলোচনা করা হয়। দুই পক্ষ পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

রাষ্ট্রদূত মি. মিলার ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবরও নিয়েছেন। সাক্ষাতের সময় সেপ্টেম্বরে মাঝামাঝি জামায়াতে ইসলামীর সঙ্গে ইইউ-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে এমন সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়েছে।

অংশগ্রহণকারী জামায়াতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর এবং সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এছাড়াও বৈঠকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

এ বৈঠক দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার সম্ভাব্য দিক নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব বহন করে। এছাড়াও বৈঠকটি বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার ধারা বজায় রাখার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন