ইংল্যান্ডের দক্ষিণ ইয়র্কশায়ারের ডনকাস্টারের কাছে বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি ব্রিটিশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ৭০ বছর বয়সী একজন বৃদ্ধ নিহত হয়েছেন। পাইলটসহ আরও দুই আরোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্কাই নিউজের প্রতিবেদনে জানা যায়, বেন্টলির ইংস লেনের কাছে হেলিকপ্টার বিধ্বস্তের খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের মধ্যে ৪১ বছর বয়সী পাইলট, ৫৮ বছর বয়সী নারী এবং ১০ বছর বয়সী এক শিশু রয়েছে। তারা সকলেই আহত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতের পরিবারকে বিষয়টি অবগত করা হয়েছে এবং কর্মকর্তারা তাদের সহযোগিতা করছেন। পুলিশের গোয়েন্দা প্রধান পরিদর্শক গ্যারি ম্যাগনে বলেন, আমরা জরুরি পরিষেবার সহকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে রয়েছি এবং দুর্ঘটনার আশপাশে পূর্ণাঙ্গ যৌথ তদন্ত শুরু করেছি। ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য থাকলে তা পুলিশের সঙ্গে শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।
ডনকাস্টার নর্থের এমপি এড মিলিব্যান্ড এই দুর্ঘটনাকে “ভয়াবহ” হিসেবে উল্লেখ করে নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানান। হেলিকপ্টারটি একটি ব্যক্তিগত বিমান ছিল এবং এটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে রেটফোর্ডের কাছে গ্যামস্টন বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। বিমান দুর্ঘটনা তদন্ত শাখা ও দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ যৌথভাবে তদন্ত করছে এবং দুর্ঘটনার কারণ চূড়ান্তভাবে উদঘাটনের চেষ্টা চলছে।