Ridge Bangla

ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারিয়ে এবারের অ্যাশেজ জিতবে অস্ট্রেলিয়া: গ্লেন ম্যাকগ্রা

ক্রিকেটের অন্যতম ঐতিহাসিক সিরিজ অ্যাশেজে আবারও অস্ট্রেলিয়ার আধিপত্যের ভবিষ্যদ্বাণী করলেন দলের সাবেক পেস বোলিং কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। তার মতে, অস্ট্রেলিয়ার মাটিতে এবারের অ্যাশেজে ইংল্যান্ডের কোনো জয়ের সুযোগ নেই, বরং ধবলধোলাই হবে অতিথি দলটি।

অস্ট্রেলিয়া ২০১৫ সালের পর থেকে টানা চারটি অ্যাশেজ সিরিজ জিতেছে, ইংল্যান্ডকে একবারও সেই বিখ্যাত ছাইদানি ছুঁতে দেয়নি। এবারও সিরিজ ধরে রাখার মিশনে নামছে প্যাট কামিন্সের দল।

ম্যাকগ্রা বিবিসি রেডিও ফাইভ লাইভে বলেন, “আমার ভবিষ্যদ্বাণী করার ঘটনা খুবই বিরল, তাই না? আর আমি অস্ট্রেলিয়ার ৫-০ জয় ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না।”

২০১০ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি ইংল্যান্ড। তাই স্বাগতিকদের বিপক্ষে জয়ের পথ দেখছেন না ম্যাকগ্রা। তার মতে, এবারের সিরিজের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ইংল্যান্ডের ব্যাটসম্যান ও অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে।

তবে নিজের দেশের বোলিং আক্রমণ নিয়ে সন্তুষ্ট হলেও ব্যাটিংয়ের টপ-অর্ডার নিয়ে খানিকটা শঙ্কা রয়েছে তার। তবুও সামগ্রিকভাবে দুই ফরম্যাটেই ফর্মে থাকা এবং নিজেদের মাঠে ভয়ংকর অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ড টিকতে পারবে না বলে মনে করেন তিনি। ম্যাকগ্রার পূর্বাভাস, এবারের অ্যাশেজে সহজেই হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড।

আরো পড়ুন