Ridge Bangla

আ. লীগ কার্যালয়ে নতুন উদ্যোগ ব্যানার বদল, চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা

রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এক বছর ধরে পরিত্যক্ত ভবনটিতে সম্প্রতি টানানো হয়েছে নতুন দুটি ব্যানার—‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’। এর আগে এখানে ছিল ‘জুলাইযোদ্ধার প্রধান কার্যালয়’ লেখা ব্যানার।

গত বুধবার (২৩ জুলাই) থেকে ভবনটির পরিষ্কার কাজ শুরু হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভবনের ভেতরে কাজ করতে দেখা গেছে অন্তত ১০-১২ জনকে। তারা জানিয়েছেন, পুরো ভবন ধাপে ধাপে পরিষ্কার করা হবে।

তৃতীয় তলায় জমে থাকা ইট-সিমেন্টের খোয়া ও ময়লা-আবর্জনা অপসারণ চলছে। দোতলা ও নিচতলার আবর্জনা ইতোমধ্যে সরানো হয়েছে। কর্মরত ব্যক্তিরা জানান, ভবনটি পরিষ্কার করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এ যুক্তদের হাতে তুলে দেওয়া হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থনে আহত ও শহীদ পরিবারদের জন্য এখানে অফিস গড়ে তোলা হবে। তবে ‘গবেষণা ইনস্টিটিউট’-এর প্রকৃত উদ্দেশ্য বা পরিচালনার বিষয়ে তারা কিছু বলতে চাননি।

২০২৩ সালের ৫ আগস্ট, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। এরপর চলে লুটপাট। আসবাব ও ধাতব সামগ্রী খুলে নিয়ে যাওয়া হয়। ভবনটি একপর্যায়ে ভাসমান মানুষের আশ্রয়স্থল, মলমূত্র ও মাদকসেবনের স্থানে পরিণত হয়।

১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন ভবন উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২০১৮ সালের ২৩ জুন। বহুদিন পর আবার নতুন উদ্যোগে ভবনটি সচল হওয়ার ইঙ্গিত মিলেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন