Ridge Bangla

আহান-সুহানার প্রেম কেন ভাঙল?

‘সাইয়ারা’ দিয়ে বলিউডে অভিষেক করেই আলোচনায় এসেছেন আহান পান্ডে। মোহিত সুরি পরিচালিত ও যশরাজ ফিল্মস প্রযোজিত এই রোমান্টিক সিনেমায় তার লুক ও অভিনয় প্রশংসিত হচ্ছে। তবে সিনেমার এই সাফল্যের মধ্যেই পুরনো এক প্রেমের গুঞ্জন আবার আলোচনায়—শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সঙ্গে আহান পান্ডের সম্পর্ক ছিল!

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বলিউডে প্রবেশের আগেই ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান আহান ও সুহানা। তাদের একসঙ্গে পার্টি, আড্ডা এবং ডেটিংয়ের দৃশ্য একাধিকবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে। এমনকি তাদের একটি ভিডিওও ভাইরাল হয়েছিল, যেখানে দুজনকে বেশ ঘনিষ্ঠ দেখা যায়।

সূত্রমতে, সুহানার জীবনের প্রথম ভালোবাসা ছিলেন আহান। কিন্তু হঠাৎ করেই দূরত্ব তৈরি হয়। গুঞ্জন রয়েছে, এরপরই সুহানার জীবনে আসেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। সময়ের সঙ্গে অগস্ত্য ও সুহানার সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে, আর ধীরে ধীরে সরে পড়েন আহান।

পরে সুহানা ও অগস্ত্য একসঙ্গে অভিনয় করেন ‘দ্য আর্চিস’-এ, যা তাদের বলিউড অভিষেক। অন্যদিকে, নিজেকে গড়ে তুলছিলেন আহান, যার ফল ‘সাইয়ারা’। সিনেমাটিতে আহানের বিপরীতে ছিলেন অনিত পাড্ডা, যিনি ‘সালাম ভেঙ্কি’তে অভিনয়ের মাধ্যমে নজর কাড়েন। নতুন এই জুটির রসায়ন ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে, তবে আহান-সুহানার পুরনো প্রেমের গল্প যেন আরও কৌতূহল বাড়িয়ে দিচ্ছে নতুন এই তারকার উত্থানঘন যাত্রায়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন