Ridge Bangla

আহমেদ সাজুর অ্যাকশন ছবিতে দর্শকের উচ্ছ্বাস

নতুন প্রজন্মের অভিনেতা আহমেদ সাজু তার দুর্দান্ত অ্যাকশন অভিনয় দিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন সদ্য মুক্তি পাওয়া স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মৃত্যুদূত’-এ। সোহানূর রহমানের পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এ ছবিটি মুক্তির পর থেকেই অনলাইনে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

পুরো শুটিং হয়েছে সিরাজগঞ্জের গ্রামীণ লোকেশনে। সমাজের বাস্তবতা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং ন্যায়ের প্রতিষ্ঠাই এই সিনেমার মূল উপজীব্য। সাজুর পাশাপাশি এতে অভিনয় করেছেন লিটু করিম, উল্কা, রাজসহ একাধিক তরুণ শিল্পী। তবে দর্শকের চোখে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন সাজু তার প্রাণবন্ত ও শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্যের জন্য।

‘মৃত্যুদূত’ মুক্তির পর ইউটিউব চ্যানেল আহমেদ সাজু ড্রামা এবং ফেসবুক পেজ Ahmed Saju’s Creation-এ প্রকাশ করা হয়। প্রকাশের পরই হাজারো ভিউ, লাইক ও মন্তব্যে ভরে ওঠে প্ল্যাটফর্মগুলো। অনলাইন দর্শকের উচ্ছ্বাস প্রমাণ করে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কতটা জনপ্রিয়তা পেয়েছে।

পরিচালক সোহানূর রহমান জানিয়েছেন, দর্শকের ইতিবাচক সাড়ায় শিগগিরই শুরু করবেন ‘মৃত্যুদূত-২’-এর কাজ। নতুন কিস্তিতে থাকবে আরও চমকপ্রদ গল্প ও উত্তেজনাপূর্ণ অ্যাকশন।

অভিনেতা আহমেদ সাজু বলেন, “স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মৃত্যুদূত’ আমার অভিনয় জীবনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। দর্শকের ভালোবাসা ভবিষ্যতে আমাকে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে।”

বাংলাদেশি অ্যাকশন সিনেমার ধারায় ভিন্ন আঙ্গিক যোগ করেছে ‘মৃত্যুদূত’, আর এর কেন্দ্রীয় চরিত্রে উঠে এসেছেন তরুণ অভিনেতা আহমেদ সাজু—যিনি ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন অ্যাকশন হিরো হিসেবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন