Ridge Bangla

আহত হাতির চিকিৎসায় দিতে গিয়ে তিনজন গুরুতর আহত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইনে আহত এক বন্য হাতির চিকিৎসা করতে গিয়ে হাতিটির আক্রমণে বন বিভাগের দুই ভেটেরিনারি চিকিৎসকসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামু উপজেলার রাজারকুল রেঞ্জের থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণ পাহাড়ে।

আহতরা হলেন, ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান এবং স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আতিকুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইন বিস্ফোরণে পা হারানো হাতিটি তিন দিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। প্রথমে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে সোনাইছড়ি ইউনিয়ন হয়ে শুক্রবার ভোরে রাজারকুল রেঞ্জে প্রবেশ করে। তবে এতদিন কোনো চিকিৎসা পায়নি হাতিটি। বন বিভাগের সঙ্গে যোগাযোগের পর সকালে চিকিৎসক দল ঘটনাস্থলে গেলেও ট্রাঙ্কুলাইজেশন যন্ত্রের একটি অংশ না থাকায় ফিরে আসতে হয়। দুপুরে ফেরার পর পাহাড়ি এলাকায় হাতিটির কাছে পৌঁছালে সেটি হঠাৎ আক্রমণ চালায়। এতে তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তারা শঙ্কামুক্ত। বর্তমানে দুজন ভেটেরিনারি চিকিৎসক চিকিৎসাধীন আছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে হাতিটি গুরুতর আহত হয়। এরপর থেকেই সেটি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা মো. আলী নেওয়াজ জানান, হাতিটি এখনও সংরক্ষিত বনে অবস্থান করছে। আজ শনিবার নতুন চিকিৎসক দল পাঠানো হবে এবং হাতিটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরো পড়ুন