Ridge Bangla

আসামিরা সাবজেলে থাকবেন কিনা তা ঠিক করবেন ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা আসামিদের গ্রেফতার দেখানো হলে তাদের আদালতে হাজির করতেই হবে। এরপর ট্রাইব্যুনালই সিদ্ধান্ত নেবেন, তারা সাবজেলে থাকবেন নাকি অন্য কোনো কারাগারে পাঠানো হবে।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার (সাবজেল) ঘোষণা করার সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। তাজুল ইসলাম বলেন, “যেকোনো স্থানকে কারাগার ঘোষণা করার এখতিয়ার সরকারের আছে। তবে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী কোনো আসামিকে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। আদালতই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।”

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি ও প্রিজনস অ্যাক্ট অনুযায়ী ঢাকা সেনানিবাসের বাশার রোডের উত্তর পাশে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং নং ৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। প্রজ্ঞাপনে ভবনটি কোন উদ্দেশ্যে কারাগার হিসেবে ব্যবহৃত হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত উল্লেখ নেই।

এদিকে সেনা সদর জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা পরোয়ানার ভিত্তিতে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের গ্রেফতারের পরবর্তী প্রক্রিয়া ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন