জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণসহ সব কার্যক্রম সুচারুভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (৬ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়ে এক বক্তব্যে এ কথা জানান তিনি। এদিন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সিইসি। উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য কর্মকর্তাদের প্রশংসা করে সিইসি বলেন, “আপনারা অসাধ্য সাধন করেছেন। অল্প সময়ের মধ্যেই ভোটার নিবন্ধনের কাজ শেষ করেছেন।”
তিনি আরও বলেন, “এনআইডি ও সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের সব প্রস্তুতিমূলক কার্যক্রম ভালোভাবেই এগোচ্ছে। প্রতিটি ধাপ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে যথাসময়ে জানানো হচ্ছে।”
সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ কার্যক্রম এখনো চলমান রয়েছে, যা আগামী ১১ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।