বর্ষা মৌসুমে কলকাতায় শুরু হচ্ছে বিয়ের উৎসব—পর্দায়! কমেডি ঘরানার নতুন ওয়েব সিরিজ ‘বিবাহ অতঃপর’ নিয়ে আসছে বিয়ের পর দাম্পত্যজীবনের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি আর দুই পরিবারের দাম্পত্য-সংক্রান্ত দ্বন্দ্বের গল্প, রসাত্মক মোড়কে।
ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’-তে ২৫ জুলাই থেকে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের। এটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখোপাধ্যায়। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সিরিজের ট্রেলার, যা দর্শকদের মধ্যে আগ্রহের সঞ্চার করেছে।
সিরিজটির মূল চরিত্র রাই ও ঋজুর দাম্পত্যজীবনের শুরুতেই দেখা যাবে বিপত্তি। ঋজু মধ্যবিত্ত পরিবারের ছেলে আর রাই এসেছে এক অভিজাত পরিবার থেকে। প্রেমের বিয়েতে বাঁধা পড়লেও বাস্তব জীবনে শুরু হয় একের পর এক ভুল বোঝাবুঝি। তাদের দুজনের পারিবারিক পার্থক্য এবং দাশগুপ্ত-মুখার্জি পরিবারগুলোর মধ্যে দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছায় যে, বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
সিরিজের প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন অরুণিমা ঘোষ ও গৌরব চক্রবর্তী। এই প্রথমবার পর্দায় একসঙ্গে জুটি বাঁধলেন তারা। বিয়ের পরের বাস্তব জীবনের টানাপোড়েন ও পারিবারিক দ্বন্দ্বে শেষ পর্যন্ত কীভাবে তারা সম্পর্ক টিকিয়ে রাখেন, তা জানা যাবে সিরিজের শেষ কিস্তিতে।
‘বিবাহ অতঃপর’-এ রয়েছে পারিবারিক নাটকীয়তা, রোমান্স এবং কমেডির মিশ্রণ। বর্ষার একঘেয়েমি ভাঙতে এটি হতে পারে দর্শকদের জন্য ভিন্ন স্বাদের বিনোদন।