Ridge Bangla

আসছে আল্লু আর্জনের নতুন সিনেমা ‘‘এএ ২২’’

আজ মঙ্গলবার “পুষ্পা” খ্যাত দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুন উদযাপন করছেন তাঁর ৪৩তম জন্মদিন। বিশেষ এই দিনে অনুরাগীদের সামনে এসে শুভেচ্ছা গ্রহণ করেছেন তিনি, আর সেইসঙ্গে ঘোষণা এসেছে তাঁর নতুন সিনেমার—“এএ ২২”।

ভোর থেকে আল্লুর হায়দরাবাদস্থ বাসার সামনে ভক্তদের ঢল নামে। অপেক্ষারত অনুরাগীদের উদ্দেশে বাড়ির সামনে এসে হাত নেড়ে শুভেচ্ছা জানান অভিনেতা। এ সময় তাঁর পরনে ছিল সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার, চোখে ছিল কালো চশমা।

এদিকে, সোমবার রাতেই পরিবারের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন আল্লু আর্জুন। তাঁর স্ত্রী সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লেখেন, “আমার জীবনের ভালোবাসাকে ৪৩তম জন্মদিনের শুভেচ্ছা। সামনে সুন্দর দিন আসুক।”

সবচেয়ে বড় চমক হলো, জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার এর সঙ্গে জুটি বেঁধে আল্লুর নতুন সিনেমা আসছে—প্রাথমিকভাবে যার নাম রাখা হয়েছে “AA 22”। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া এক ভিডিওতে দেখা যায়, আল্লু আর্জুন ও অ্যাটলি হলিউডের এক বিশ্বখ্যাত ভিএফএক্স স্টুডিওতে প্রবেশ করছেন, যেটি “মার্ভেল” সিরিজ এবং “অবতার”-এর মতো বিখ্যাত চলচ্চিত্রের কাজ করেছে। সিনেমাটি অ্যাকশনধর্মী হবে বলেই ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন