Ridge Bangla

আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অচলাবস্থায় কোটি টাকার রাজস্ব ক্ষতি

সাভারের আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দীর্ঘ দুই মাস ধরে চলমান আন্দোলনের কারণে জমি রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ থমকে গেছে। এতে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। পাশাপাশি জমির ক্রেতা-বিক্রেতারা ব্যাপক দুর্ভোগে পড়েছেন।

গত বৃহস্পতিবার আশুলিয়ার সিএমবি সড়কে দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ দলিল লেখকরা সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের পদত্যাগের দাবি জানান। তারা অভিযোগ করেন, তিনি ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর দেন না এবং অধিকাংশ দলিল নিজের বাসায় বসে সম্পাদন করছেন, যা সম্পূর্ণ অনৈতিক।

আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, “পাভেল যোগদানের পর থেকেই ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব, দাবি না মানা হলে কঠোর পদক্ষেপ নিব।”

নিরালা কো-অপারেটিভ হাউসিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আলম অভিযোগ করেন, অনুমোদনবিহীন জমি বিক্রিতে কোটি টাকার বড় রাজস্ব ক্ষতি হয়েছে। দলিলটি সাব-রেজিস্ট্রারের বাসায় বসে সম্পাদিত হয়েছে এবং ১ কোটি টাকা ঘুষের বিনিময়ে কাজটি করা হয়েছে।

অপরদিকে, সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং বলেন, “আমি আইনের বাইরে কোনো কাজ করি না। চাপে পদত্যাগের প্রশ্নই আসে না।” স্থানীয় বাসিন্দা ও জমি ক্রেতারা দ্রুত সমাধান চেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরো পড়ুন