পবিত্র আশুরা উপলক্ষে আগামী ৬ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আয়োজিত তাজিয়া মিছিলে দা, ছুরি, বর্শা, বল্লম, তরবারি, কাঁচি, লাঠি ও অন্যান্য ধারালো বা আঘাতকারী অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার (৪ জুলাই) সিএমপি কর্তৃক জারিকৃত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতীতে আশুরার দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত তাজিয়া মিছিলে কিছু ব্যক্তি ধারালো অস্ত্র ও আতশবাজি নিয়ে অংশ নেওয়ায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দেয়। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কখনো কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও সৃষ্টি হয়।
এই পরিস্থিতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ও ৩০ ধারার ক্ষমতাবলে সিএমপি উপরোক্ত উপকরণ বহন ও ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিষেধাজ্ঞাটি তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকর থাকবে। নগরবাসীকে জননিরাপত্তা ও ধর্মীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।