দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন নতুন রূপে। পরিচালক নন্দিনী রেড্ডির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে তার পরবর্তী ছবি মা ইন্টি বঙ্গারম। ছবির নাম শুনে পারিবারিক গল্প মনে হতে পারে, তবে ভেতরের কাহিনি একেবারেই আলাদা। এটি হবে এক রহস্যময় অপরাধ থ্রিলার, যার ঘটনা আবর্তিত হয়েছে আশির দশকের সময়কালকে কেন্দ্র করে।
সামান্থা ও নন্দিনীর পূর্ব অভিজ্ঞতা মিশ্র রকমের। তাদের জুটি প্রথম ছবি জবর্দস্ত-এ প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি, কিন্তু ওহ বেবি সুপারহিট হয়ে চমক দেখিয়েছে। সেই সাফল্যের পর আবারও তারা একসঙ্গে কাজ করছেন।
সামান্থার সাম্প্রতিক দুটি ছবি যশোদা ও শকুন্তলম বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তাই মা ইন্টি বঙ্গারম-এর প্রতি তার প্রত্যাশা অনেক বেশি। বিশেষ করে অনেক সিনেমাপ্রেমী মনে করছেন, এটি তার ক্যারিয়ারে একটি মোড় ঘোরানো কাজ হতে পারে। অভিনেত্রী হিসেবে সামান্থা আগেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন। প্রযোজক হিসেবেও শুভম-এর মাধ্যমে তিনি প্রশংসা কুড়িয়েছেন। এবার তিনি দর্শকের চোখে প্রথম সারির নায়িকা হিসেবে নিজ জায়গা পুনরায় দখল করতে চাইছেন।
চলচ্চিত্রের সহশিল্পী ও কারিগরি দলের বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। তবে টলিউড মহল মনে করছে, এই ছবিই হতে পারে সামান্থার প্রত্যাবর্তনের প্রধান হাতিয়ার। আশির দশকের রহস্যময় পরিবেশ, থ্রিলার অবকাঠামো এবং সামান্থার অভিনয় দর্শককে বড় পর্দায় ফের তাক লাগাতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।