Ridge Bangla

আল্লু অর্জুন-রামের গোপন প্রেমের জটিলতা, নেহা শর্মাকে কেন্দ্র করে মৌন দ্বন্দ্ব

দক্ষিণী চলচ্চিত্রের দুই জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুন ও রাম চরণ শুধু তেলুগু ইন্ডাস্ট্রিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সমানভাবে পরিচিত। তবে ব্যক্তিগত জীবনে বহু বছর ধরে তাদের মধ্যে নেপথ্যে রয়েছে এক গোপন প্রেমের অধ্যায় ও দ্বন্দ্বের গুঞ্জন, যার কেন্দ্রবিন্দু অভিনেত্রী নেহা শর্মা।

২০০০ সালের শুরুর দিকে আল্লু অর্জুন নেহা শর্মার প্রেমে পড়েছিলেন বলে শোনা যায়। নেহা পরবর্তীতে বলিউডে কাজ শুরু করলেও তার আগে দক্ষিণী চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। গুঞ্জন ছিল, আল্লু অর্জুন তাকে বিয়ে করার পরিকল্পনা করছিলেন। কিন্তু সম্পর্কের অবসান ঘটে নেহা ও রাম চরণের ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ার পর।

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘চিরুথা’ ছবিতে নেহা ও রাম চরণের প্রথম একসঙ্গে কাজের সময় থেকেই এই গুঞ্জন শুরু হয়। এমনকি বলা হয়, রাম চরণ নেহাকে গোপনে বিয়ে করেছিলেন এবং হানিমুনেও গিয়েছিলেন। এই খবরের পর আল্লু অর্জুন ও রাম চরণের সম্পর্ক দীর্ঘ সময়ের জন্য শীতল হয়ে যায় বলে শোনা যায়।

তবে রাম চরণ একাধিকবার এসব গুজবকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, এসব গুঞ্জন তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে এবং তিনি স্ত্রী উপাসনাকে অস্বস্তিতে ফেলতে চান না। রাম চরণ ২০১২ সালে উপাসনাকে বিয়ে করেন এবং আল্লু অর্জুন ২০১১ সালে স্নেহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে দুজনেই সংসারজীবনে সুখী হলেও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে এখনও গোপন দ্বন্দ্বের গুঞ্জন রয়ে গেছে।

আরো পড়ুন