দক্ষিণী চলচ্চিত্রের দুই সুপারস্টার রাম চরণ ও আল্লু অর্জুন শুধু জনপ্রিয় অভিনেতাই নন, তারা মামাতো ভাইও। তবে এক সময় ব্যক্তিগত জীবনের এক গোপন অধ্যায় ঘিরে তাদের সম্পর্কের টানাপোড়েনের খবর চাউর হয়েছিল ইন্ডাস্ট্রিতে।
২০০০–এর দশকের শুরুর দিকে অভিনেত্রী নেহা শর্মাকে কেন্দ্র করে শুরু হয় এই দ্বন্দ্ব। শোনা যায়, নেহার সঙ্গে আল্লু অর্জুনের ঘনিষ্ঠতা তৈরি হয় এবং তিনি বিয়ের পরিকল্পনাও করেছিলেন। তবে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত চিরুথা ছবির শুটিং চলাকালে নেহা ও রাম চরণের ঘনিষ্ঠতা নাকি আল্লু-নেহার সম্পর্কে ফাটল ধরায়। ইন্ডাস্ট্রিতে তখন জোর গুঞ্জন ছড়ায় রাম চরণ নেহাকে গোপনে বিয়ে করেছেন এবং তারা হানিমুনেও গিয়েছেন।
এই গুঞ্জনে ভীষণ কষ্ট পান আল্লু অর্জুন, এমনকি বহু বছর দুই ভাইয়ের মধ্যে নাকি কথাবার্তাও বন্ধ ছিল। পরে এক সাক্ষাৎকারে রাম চরণ এসব গুঞ্জনকে “পুরোপুরি মনগড়া” বলে উল্লেখ করেন। ডেকান ক্রনিকল-কে দেওয়া এক টিভি চ্যাট শোতে তিনি বলেন, “আমি বিবাহিত মানুষ, এমন গুজব আমার সংসারে সমস্যা তৈরি করতে পারে। চিরুথা মুক্তির পর থেকেই এই মিথ্যা খবর ছড়িয়েছে, তবে আমার বাবা পরামর্শ দিয়েছিলেন এগুলো উপেক্ষা করতে।”
তিনি জানান, তখন উপাসনা কেবল তার বন্ধু ছিলেন এবং তিনিও জানতেন খবরগুলো ভুয়া। ২০১২ সালে রাম চরণ উপাসনাকে বিয়ে করেন। অন্যদিকে, আল্লু অর্জুন ২০১১ সালে স্নেহাকে বিয়ে করেন। বর্তমানে দুজনেই সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং সন্তানও রয়েছে। যদিও পরবর্তীতে তারা একসঙ্গে একটি সিনেমায় কাজ করেছেন, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এখনো গুঞ্জন রয়েছে তাদের ব্যক্তিগত সম্পর্ক আগের মতো আর স্বাভাবিক হয়নি।