Ridge Bangla

আলোচনার মধ্য দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: গণতন্ত্র মঞ্চ

আলাপ-আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলেই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলে মত দিয়েছে ছয়দলীয় রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মঞ্চের পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এই অভিমত প্রকাশ করেন জোটের নেতারা। সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ আরও অনেকে।

সভায় নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাব্য পদ্ধতি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিকতর ঐক্য গড়ে তোলা জরুরি। বিদ্যমান রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব।

গণতন্ত্র মঞ্চের নেতারা মনে করেন, সংঘাত এড়িয়ে সংলাপ ও সমঝোতার মধ্য দিয়েই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এভাবেই জুলাই সনদ বাস্তবায়নের সর্বজনগ্রাহ্য পথ তৈরি করা যাবে। তারা আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে হবে। সভায় সিদ্ধান্ত হয়, গণতন্ত্র মঞ্চ অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও সমঝোতার উদ্যোগ জোরদার করবে। নেতারা বলেন, “এখনও আলাপ-আলোচনার পথ খোলা রয়েছে। তাই জাতীয় ঐকমত্য তৈরি করে সংস্কার বাস্তবায়নই দেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয়।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন