ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর নির্লজ্জ হামলা চালানোর অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, এসব হামলার উদ্দেশ্য ছিল আলোচনার প্রক্রিয়াকে দুর্বল করা।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় খারকিভ শহরের একটি আবাসিক কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’বছরেরও কম বয়সী এক শিশু রয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরে রুশ হামলায় আরও তিনজন প্রাণ হারিয়েছেন।
জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, “এ ধরনের আক্রমণ শুধু যুদ্ধাপরাধ নয়, বরং আমাদের শান্তি প্রচেষ্টাকে ভণ্ডুল করার কৌশল। রাশিয়া দেখাতে চাইছে, তারা কোনো আলোচনায় আন্তরিক নয়।”
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি সোমবারের বৈঠককে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইউক্রেন এবার রাশিয়ার ওপর কড়া অবস্থান এবং বেসামরিক নিরাপত্তার বিষয়টিকে প্রধান এজেন্ডা করতে যাচ্ছে।