Ridge Bangla

আলিয়া ভাট চটেছেন, বেআইনি বাংলো ভিডিও ভাইরাল হওয়ায় নিন্দা

বলিউডের আলোচিত জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুরের নতুন বাংলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। মুম্বাইয়ের পালি হিলে রাজ কাপুরের পুরনো কৃষ্ণ রাজ প্রপার্টির জায়গায় নির্মিত হয়েছে এই ছয়তলা বাড়ি। প্রায় তিন বছরের নির্মাণকাজে মোট খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি। কাজ শেষের পথে থাকলেও, সম্প্রতি বাংলোর একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এই ঘটনার পর আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লেখেন, “আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া তোলা হয়েছে এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি স্পষ্টতই ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন এবং নিরাপত্তার জন্য বড় সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও তোলা কখনোই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও অনুরোধ করেছেন, যারা এই ভিডিও বা ছবি দেখেছেন তারা যেন তা আর শেয়ার না করেন। একই সঙ্গে মিডিয়াকর্মীদেরও তিনি অনুরোধ করেছেন, ভিডিও এবং ছবি সরিয়ে দিতে।

নেটিজেনদের প্রতিক্রিয়াও আসছে। অনেকেই আলিয়ার পাশে দাঁড়িয়ে লিখেছেন, “এটা সরাসরি গোপনীয়তার লঙ্ঘন।” কেউ আবার মন্তব্য করেছেন, “সব দোষ পাপারাৎজিদের নয়; সম্ভবত মিডিয়ার মাধ্যমে আগেই খবর ছড়িয়ে দেওয়া হয়েছে।”

বাড়ি, গোপনীয়তা ও নিরাপত্তার এই বিতর্ক আবারও স্পষ্ট করেছে, যেকোনো ব্যক্তিগত স্থানের ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করা কতটা সমস্যাজনক হতে পারে। আলিয়া ভাটের এই প্রতিক্রিয়া সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন