Ridge Bangla

আলিম প্রথম বর্ষে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন ও ভর্তি প্রক্রিয়া যেভাবে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম প্রথম বর্ষে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নীতিমালায় বলা হয়েছে, আগামী ৩০ জুলাই থেকে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে এবং তা চলবে ১১ আগস্ট পর্যন্ত। মূল ভর্তি কার্যক্রম শেষ করতে হবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে এই নীতিমালা নির্ধারিত হয়েছে।

নীতিমালা অনুযায়ী, ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা বা বাছাই হবে না। কেবল এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থী নির্বাচিত হবে।

আসন বণ্টন

  • মোট আসনের ৯৩ শতাংশ সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

  • শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে ২ শতাংশ আসন (প্রত্যয়নপত্র আবশ্যক)।

  • মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে ৫ শতাংশ আসন (প্রমাণপত্রসহ)।
    সংরক্ষিত আসনে উপযুক্ত আবেদনকারী না থাকলে মেধাতালিকা থেকে ভর্তি নিশ্চিত করতে হবে—আসন কোনোভাবেই খালি রাখা যাবে না।

বিভাগ নির্বাচনের নিয়ম

  • বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যেকোনো একটিতে আবেদন করতে পারবে।

  • মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে এবং

  • ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে আবেদন করতে পারবে।

  • সব বিভাগের শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত বিভাগে আবেদন করতে পারবে।

ভিন্ন বোর্ডের শিক্ষার্থীদের জন্য

  • বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে পারবে।

  • সাধারণ ও মুজাব্বিদ মাহির বিভাগ থেকে উত্তীর্ণরা বিজ্ঞান বিভাগ ব্যতীত যেকোনো বিভাগে ভর্তি হতে পারবে।

  • কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) বা দাখিল (ভোকেশনাল) পাস করা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা বোর্ডের যেকোনো বিভাগে আবেদন করতে পারবে।

আরো পড়ুন