Ridge Bangla

আর্জেন্টিনায় উদ্ধার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লুট হওয়া চিত্রকর্ম

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসি বাহিনীর হাতে ইউরোপজুড়ে অসংখ্য মূল্যবান শিল্পকর্ম লুট হয়েছিল। সেই হারিয়ে যাওয়া শিল্পকর্মের একটি উদ্ধার হলো আর্জেন্টিনায়। ইতালীয় শিল্পী জিউসেপ্পে ঘিসলান্দির আঁকা “পোট্রেট অফ অ্যা লেডি” নামের এই বিরল চিত্রকর্মটি প্রায় ৮০ বছর ধরে নিখোঁজ ছিল।

সম্প্রতি আর্জেন্টিনার এক অনলাইন এস্টেট এজেন্টের ওয়েবসাইটে বিক্রির জন্য প্রকাশিত একটি বাড়ির ছবিতে দেয়ালে ঝোলানো অবস্থায় চিত্রকর্মটি চোখে পড়ে বিশেষজ্ঞদের। পরে জানা যায়, বাড়িটি ছিল প্যাট্রিসিয়া কাদজিয়েন নামের এক নারীর মালিকানায়। যিনি কুখ্যাত নাৎসি কর্মকর্তা ফ্রিডরিখের কন্যা। ফ্রিডরিখ ছিলেন অ্যাডলফ হিটলারের ঘনিষ্ঠ সহযোগী হারমান গোরিংয়ের উপদেষ্টা।

আর্জেন্টিনার প্রসিকিউটররা তদন্ত শুরু করলে প্রথমদিকে বাড়ির ভেতরে চিত্রকর্মটি খুঁজে পাওয়া যায়নি। তবে পরবর্তীতে কাদজিয়েনের আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় এটি রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে কাদজিয়েন গৃহবন্দি অবস্থায় রয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই আবিষ্কার প্রমাণ করে যে নাৎসিদের লুট করা বহু শিল্পকর্ম এখনও পৃথিবীর নানা প্রান্তে লুকিয়ে আছে। উদ্ধার হওয়া এই চিত্রকর্ম শুধু শিল্পের মূল্যেই নয়, ইতিহাসের সাক্ষ্য হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন