Ridge Bangla

আরো কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা হবে কি না, জানালেন প্রেস সচিব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পর সাম্প্রতিক ছড়ানো গুজব সম্পর্কে স্পষ্ট বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১১ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানিয়েছেন, আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে—এই মুহূর্তে প্রতিরক্ষা বাহিনীর অন্য কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই। শফিকুল আলম গুজবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভাজন সৃষ্টির চেষ্টাও উল্লেখ করেন।

ঐ দিন ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, আইসিটিতে প্রথমে দুটি, পরে তৃতীয় চার্জশিট জমা পড়ে এবং এতে প্রায় ২৫ জন সেনা কর্মকর্তার নাম এসেছে। তাদের মধ্যে ১৫ জন কর্মরত, ১ জন এলপিআর-এ ও ৯ জন অবসরপ্রাপ্ত। তিনি বলেন, চার্জশিট আইজিপির কাছে পাঠানো হয়েছে এবং নিয়ম অনুযায়ী ২২ দিনের সময় ধারণা রয়েছে; কিন্তু এখনো তারা সরকারিভাবে কোনো গ্রেপ্তারি পরোয়ানা পাননি।

হাকিমুজ্জামান জানান, যৌক্তিকতা অনুযায়ী ওই কর্মরত কর্মকর্তাদের সেনা হেফাজতে আসার নির্দেশ জারি করা হয়। তারা সবাই হেফাজতে আসতে সম্মত হয়েছেন, একজন (মেজর জেনারেল কবির) প্রতিহত থাকায় তাকে ইলিগ্যাল অ্যাবসেন্ট ঘোষণা করা হয়েছে। সেই ব্যক্তির সরকারের বাইরে যাওয়ার সম্ভাবনা রোধে ডিজিএফআই, এনএসআই ও বিজিবি-কে সতর্ক করা হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

প্রেস সচিব শফিকুল আলম জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন। তিনি বলেন, এসব গুজবের উদ্দেশ্য আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন