Ridge Bangla

আয়ুষ্মান-সারার শ্যুটিং সেটে উত্তেজনা

বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘পতি পত্নী অউর ওহ’ সিক্যুয়েল-এর শুটিং সেটে ঘটেছে একাধিক বিশৃঙ্খলা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কখনও ছবির নায়ক আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খানের মধ্যে কথা-কাটাকাটি, আবার কখনও স্থানীয়দের সঙ্গে কলাকুশলীদের হাতাহাতি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং সেটে ভিড় জমান স্থানীয়রা। সেখানেই তাঁদের সঙ্গে পরিচালক ও কলাকুশলীদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। ভিডিওতে দেখা যায়, কলার ধরা, মারধর থেকে শুরু করে চুল টানা-হেঁচড়ার মতো ঘটনাও ঘটে। পরে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, একই স্থান থেকে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, গাড়িতে বসে আছেন আয়ুষ্মান ও সারা। হঠাৎ করেই তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। উত্তেজিত কণ্ঠে সারাকে জবাব দিচ্ছেন আয়ুষ্মান। এতে ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে যান সারা আলি খান। তবে এই দৃশ্য আসলেই ব্যক্তিগত বিরোধ, নাকি সিনেমার শুটিংয়ের অংশ—তা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা।

প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘পতি পত্নী অউর ওহ’ ছবির নতুন এই সিক্যুয়েলে আয়ুষ্মান ও সারার পাশাপাশি অভিনয় করছেন ওয়ামিকা গাব্বি। তবে শ্যুটিং সেটের এই অনভিপ্রেত ঘটনার বিষয়ে নির্মাতা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন