Ridge Bangla

আয়ারল্যান্ডকে চার উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে চরমভাবে বিধ্বস্ত করে আয়ারল্যান্ড। এমন লজ্জাজনক হারে সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেটদল।

কিন্তু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘরের মাঠে লিটন দাসের দৃষ্টিনন্দন হাফসেঞ্চুরি আর পারভেজ হোসেনের মারকুটে ব্যাটিংয়ের মাধ্যমে নিজেদের সর্বোচ্চ টি২০ রান তাড়া করে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ ।

শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতেই জয়ের বন্দরে পেীঁছে যায় টাইগাররা।

আয়ারল্যান্ডের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ঝড়ো ব্যাটিং শুরু করেন পারভেজ হোসেন ইমন। অপর ওপেনার তানিজদ হাসান তামিম ঠিকভাবে সঙ্গ দিতে পারেননি। ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন ১০ বলে ৭ রান করে।

তবে দ্বিতীয় উইকেটে দারুণ একটা জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও লিটন দাস। দ্বিতীয় উইকেটে ৪৩ বলে ৬০ রান তুলেছেন দুজন। শেষ ১০ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪ রান। মার্ক অ্যাডায়ারের এক ওভারে সাইফউদ্দিন একটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ম্যাচের গতি ঘুরিয়ে দেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন লিটন কুমার দাস। ৪৩ রান করেন ওপোনার পারভেজ হোসেন ইমন। এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল বাংলাদেশ।

আয়ারল্যান্ড আগে ব্যাট করে ১৭০ রান করতে সক্ষম হয়। পাওয়ারপ্লেতে পল স্টার্লিং ও টিম টেক্টর ঝড় তুলে ২৮ বলে ৫৭ রান যোগ করেন। স্টার্লিং ১৪ বলে ২৯ করে আউট হন, টেক্টর করেন ২৬ বলে ৩৮।

এই জয়ের মধ্য দিয়ে দেশের মাটিতে সর্বোচ্চ ১৭১ রানের লক্ষ্য তাড়ায় জয়ের নজির গড়ল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দেশের মাটিতে এর আগে ২০২৪ সালে শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ১৬৬ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল টাইগাররা। গতকাল সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।

আগামী ২ ডিসেম্বর চট্টগ্রামেই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে। সিরিজের জয়-পরাজয় নির্ধারণ হবে সেই ম্যাচেই।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৭০/৬ (স্টার্লিং ২৯, টিম টেক্টর ৩৮, হ্যারি টেক্টর ১১, টাকার ৪১, কালিৎজ ৭, ডকরেল ১৮, ডেল্যানি ১০*; মেহেদি ৪-০-২৫-৩, নাসুম ৪-০-৩১-০, তানজিম ৩-০-১৭-১, সাইফ উদ্দিন ৪-০-৪০-১, মুস্তাফিজ ৪-০-৩৯-০, সাইফ হাসান ১-০-৭-০)।

বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৭৪/৬ (পারভেজ ৪৩, তানজিদ ৭, লিটন ৫৭, সাইফ ২২, হৃদয় ৬*, সোহান ৫, সাইফ উদ্দিন ১৭*, শেখ মেহেদি ৬*; হামফ্রিজ ৪-০-৩৮-০, অ্যাডায়ার ৪-০-৩৬-২, ম্যাককার্থি ৪-০-২৭-০, লিটল ৩.৪-০-৩৯-০, ডেল্যালি ৪-০-২৮-২)।

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজের দুটি শেষে ১-১ সমতা

ম্যান অব দ্য ম্যাচ: লিটন কুমার দাস

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৪

আরো পড়ুন