Ridge Bangla

আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় তৌহিদ হৃদয়ের ৪ ম্যাচ নিষেধাজ্ঞা

তামিম ইকবালের অসুস্থতার পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে আসেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। তবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের কারণে এখন তাকে পড়তে হচ্ছে শাস্তির মুখে।

ঘটনাটি ঘটে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে। আবাহনীর ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের বিপক্ষে ইবাদত হোসেনের একটি ডেলিভারিতে এলবিডব্লু’র আবেদন নাকচ করে দেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। এতে ক্ষুব্ধ হয়ে তৌহিদ হৃদয় মাঠেই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাকে উদ্দেশ্য করে আঙুল তুলে কথা বলতে দেখা যায়।

শুরুতে এই ঘটনায় হৃদয়কে এক ম্যাচ নিষেধাজ্ঞা ও চার ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে অশালীন মন্তব্য করায় শাস্তির মাত্রা আরও বাড়ে। সর্বশেষ বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, হৃদয়ের নিষেধাজ্ঞা বাড়িয়ে ৪ ম্যাচে উন্নীত করা হয়েছে এবং কোড অব কন্ডাক্টের ২.৭ ও ২.৮ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৮০ হাজার টাকা জরিমানাও গুণতে হবে।

বিসিবির আম্পায়ার ও ম্যাচ রেফারি কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু বলেন, “জাতীয় দলের একজন ক্রিকেটারের কাছ থেকে আমরা ভদ্র ও পেশাদার আচরণ প্রত্যাশা করি। আন্তর্জাতিক মানের আম্পায়ারদের সঙ্গে এমন অগ্রহণযোগ্য আচরণ বিসিবি কোনোভাবেই বরদাস্ত করবে না। নিয়ম মেনেই শাস্তি দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে অন্যরা সতর্ক থাকে।”

আরো পড়ুন