Ridge Bangla

‘আমি পাঁচ বছরের মধ্যে মা হতে চাই’, জায়েদ খানকে তিশা

নিউইয়র্কভিত্তিক বাংলা গণমাধ্যম ঠিকানা সম্প্রতি শুরু করেছে নতুন টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। শোতে উপস্থাপক হিসেবে প্রথমবার হাজির হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। প্রথম পর্বেই অতিথি ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, যিনি শোতে অকপটে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন।

শো চলাকালে জায়েদ খান তিশাকে প্রশ্ন করেন, “পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?” উত্তরে তিশা বলেন,
“আমি মা হতে চাই। এরমধ্যে বিয়ে করবো। অবশ্যই মা হবো।”

তিনি আরও বলেন, “এভাবে হয়তো কেউ সহজে বলে না, যেভাবে আমি বললাম। কিন্তু আমি মনে করি, পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও খুব গুরুত্বপূর্ণ। সেটা এড়িয়ে যাওয়া যায় না, লুকিয়ে রাখারও কিছু নেই। আমি নিজের মতো করে ব্যক্তিজীবন সাজাতে চাই।”

আলোচনার এক পর্যায়ে তিশা পাল্টা বিয়ের প্রসঙ্গ তোলেন জায়েদ খানের সামনে। হেসে হেসে মজার ছলে উত্তর দেন উপস্থাপক জায়েদ খানও। দর্শকদের কাছে এই খোলামেলা আড্ডা ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

শোটি সম্প্রচার হচ্ছে ইউটিউব চ্যানেল ঠিকানা টিভি-তে। প্রথম পর্ব প্রচার হয় গত শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায়। নির্মাতারা জানান, প্রতি শুক্রবার একজন করে জনপ্রিয় তারকাকে নিয়ে আড্ডা বসাবেন জায়েদ খান। অনুষ্ঠানে তারকাদের পেশাগত জীবন ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা আলোচনা থাকবে—এটাই এর মূল আকর্ষণ।

আরো পড়ুন