চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক কুসুম শিকদার সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, “আমি খুব কৃতজ্ঞ মানুষ, মিথ্যা কথা বলি না।”
সংবাদ সম্মেলনে কুসুম শিকদার বলেন, “আমি পজিটিভ মানুষ। পজিটিভ এনার্জির মধ্যে থাকতে পছন্দ করি। আমি খুব কৃতজ্ঞ, খুব কমই মিথ্যা বলি। এই গুণগুলো মানুষকে সুন্দর রাখে।”
তিনি আরও উল্লেখ করেন, “আমার স্কিন যতখানিই ভালো লাগে দেখতে, মনে হয় আমার মনের কারণে। আমি নেগেটিভ এনার্জি এড়িয়ে চলি। কারো সঙ্গ যদি মনে হয় যে আমাকে স্ট্রেস বা কষ্ট দেবে, আমি সেই সঙ্গ ত্যাগ করি। আমার মনটা সবসময় সতেজ রাখি। আসলেই মনটাই গুরুত্বপূর্ণ।”
কুসুম শিকদার রূপচর্চা বা বাহ্যিক সৌন্দর্যের উপর বেশি নির্ভর করেন না। তিনি বলেন, “আমি কখনো রূপচর্চা করি না। খাওয়া-দাওয়া ঠিক রাখি। শাকসবজি, দুধ, দই এবং গ্রিন টি প্রচুর খাই। এভাবে শরীর ও মন দুটোই সুস্থ রাখার চেষ্টা করি।”
সংবাদ সম্মেলনে কুসুম নিজের পেশাগত অভিজ্ঞতা ও ব্যক্তিগত জীবনকে সংযোজিতভাবে তুলে ধরেছেন। তার বক্তব্যে ফুটে উঠেছে একজন সৎ, কৃতজ্ঞ এবং ইতিবাচক মানসিকতার মানুষ হিসেবে তার দৃষ্টিভঙ্গি। তিনি জানান, জীবনে সততা ও ইতিবাচক মনোভাব রাখাই তার মূল লক্ষ্য।
চলচ্চিত্র ও মিডিয়ায় ব্যস্ত থাকা সত্ত্বেও কুসুম নিজের মন ও শারীরিক সুস্থতার ওপর বিশেষ গুরুত্ব দেন। তার খোলামেলা বক্তব্য দর্শক ও ভক্তদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে, যেখানে সততা, কৃতজ্ঞতা এবং পজিটিভ চিন্তাধারার গুরুত্ব বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।