ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমার সামনে সব ধরনের সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের অপশন রাখা হয়েছে। তবে আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আমি একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব।”
মার্কিন গোয়েন্দা সংস্থার একটি শীর্ষ সূত্র সিবিএসকে জানিয়েছে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে রাজি হয় কি না, তা বোঝার জন্য ট্রাম্প আপাতত হামলা থেকে বিরত রয়েছেন। এই তথ্য প্রথম প্রকাশ করে মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
এর আগের দিন বুধবার ট্রাম্প বলেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসতে আগ্রহ দেখিয়েছেন, যদিও তিনি বিষয়টিকে কঠিন বলে মনে করেন। তিনি আরও বলেন, “আমি নিশ্চিত নই সংঘাত কতদিন চলবে। তবে ইরানের আকাশ প্রতিরক্ষা ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে।” একই সঙ্গে তিনি ইরানে হামলা চালানো নিয়ে বলেন, “আমি করতেও পারি, নাও করতে পারি।”
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্রের জানা উচিত, তাদের যেকোনো সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে।” তিনি আরও বলেন, “ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধ কিংবা চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং কোনো চাপের মুখে মাথানত করবে না।”