Ridge Bangla

আমি কতটা রোমান্টিক, সেটা দর্শক বুঝতে পারছেন না: আজমেরী হক বাঁধন

ঈদুল আজহায় মুক্তি পাওয়া একমাত্র নারীপ্রধান সিনেমা ছিল এশা মার্ডার, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আজমেরী হক বাঁধন। ছবিটির মুক্তির ২২ দিন পরেও তিনি এখনো দর্শকদের সঙ্গে হলে গিয়ে প্রতিটি প্রদর্শনীতে অংশ নিচ্ছেন, কথা বলছেন এবং ফিডব্যাক নিচ্ছেন।

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের কাজ, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে বিস্তারিত বলেন এই অভিনেত্রী। রেহানা মরিয়ম নূর ছবির মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া বাঁধন বলেন, “আরেকটি পুরস্কারের জন্য কি ৫০ বছর অপেক্ষা করব? আমি কাজ করে যেতে চাই, নিজেকে নতুন করে আবিষ্কার করতে চাই।”

তিনি জানান, মানুষ তাকে প্রতিবাদী বা গম্ভীর চরিত্রে দেখতে অভ্যস্ত হলেও তিনি নিজেকে ভিন্ন ঘরানার চরিত্রে দেখতে চান। “আমি নেগেটিভ চরিত্রে কাজ করতে চাই, রোমান্টিক গল্পেও অভিনয় করতে চাই। দর্শক বুঝতে পারছেন না, আমি আসলে খুবই রোমান্টিক!”—এমন স্বতঃস্ফূর্ত মন্তব্য করেন বাঁধন।

‘এশা মার্ডার’-এ প্রথমবার গোয়েন্দা পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বাস্তবতা আনতে নারী পুলিশদের আচরণ, হাঁটাচলা ও এক্সপ্রেশন পর্যবেক্ষণ করেছেন। বলেন, “এই কারণে দর্শক রীনা চরিত্রে বাস্তবতা খুঁজে পাচ্ছেন।”

চলতি বছরেই আসছে তার নতুন ছবি মাস্টার, যেখানে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। একই সঙ্গে নিজ উদ্যোগে অ্যাকশন দৃশ্যের জন্য ফাইটিং শেখার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর ভাষায়, “আমি তাড়াহুড়ো করি না, কাজের প্রতি দায়বদ্ধ। ভালো চরিত্র পেলেই কাজ করব।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪০

আরো পড়ুন