দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার বলিউডে অভিষেক করতে যাচ্ছেন। তার প্রথম হিন্দি ছবি ‘এক দিন’-এ তিনি জুটি বেঁধেছেন আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে। ছবিটি প্রযোজনা করছেন আমির খান ও তার ভাই মনসুর খান। বহু প্রতীক্ষিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর।
চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। ‘এক দিন’ পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে। এই ছবির মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর আবারো যৌথ প্রযোজনায় ফিরছেন আমির ও মনসুর। এর আগে তারা একসঙ্গে প্রযোজনা করেছিলেন ২০০৮ সালের হিট ছবি ‘জানে তু ইয়া জানে না’।
‘মহারাজ’ সিনেমার মাধ্যমে ২০২৪ সালে বলিউডে পা রাখেন জুনায়েদ খান। চলতি বছর ‘লাভেয়াপা’ নামের একটি ছবিতেও তিনি অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত বক্স অফিসে উল্লেখযোগ্য সাড়া ফেলতে পারেননি। নতুন এই ছবিতে সাই পল্লবীর সঙ্গে জুটি বাঁধা তার জন্য হতে পারে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ।
তামিল ও তেলেগু সিনেমায় সাবলীল অভিনয় ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সাই পল্লবী। ‘প্রেমাম’, ‘এফআইদা’, ‘গার্গি’র মতো ছবিতে তার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। ‘এক দিন’-এর মাধ্যমে হিন্দি ভাষার দর্শকদের মন জয়ের লক্ষ্যে এগোচ্ছেন এই দক্ষ অভিনেত্রী।
‘এক দিন’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সাই পল্লবীর বলিউড অভিষেক এবং জুনায়েদ-সাই পল্লবীর নতুন জুটি—এই দুটি কারণেই সিনেমাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্মাতারা জানিয়েছেন, গল্পটি হবে আবেগপ্রবণ, সম্পর্কভিত্তিক এবং ভিন্নধর্মী একটি কনটেন্ট-চালিত ছবি।
বলিউডে নতুন মুখ আর দক্ষ অভিনয়শিল্পীর সমন্বয়ে এই সিনেমা কতটা সফল হবে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে নভেম্বরে।