ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির কাজিন আবু শাহেদ রাসেল সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। তবে মাহির দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়—তার ভাইকে ইচ্ছাকৃতভাবে “মেরে ফেলা হয়েছে”।
সোমবার (৩০ জুন) নিজের ফেসবুক ফ্যান পেজে রাসেলের জাতীয় পরিচয়পত্রের একটি ছবি পোস্ট করে মাহি লেখেন, “আমার ভাইটা চলে গেল। ওকে মেরে ফেলল। আর আমরা কিছুই করতে পারলাম না।”
গণমাধ্যমকে মাহি জানান, গত শনিবার (২৯ জুন) রাতে ফেনী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার ময়নামতি এলাকায় একটি বড় গাড়ির ধাক্কায় শাহেদ নিহত হন। তার ভাষ্যমতে, রাত ১২টা ১৫ মিনিটে অজ্ঞাত একটি বড় যানবাহন পেছন থেকে ধাক্কা দিয়ে তাদের গাড়ি পাশের একটি পুকুরে ফেলে দেয়। দূর থেকে পুকুরটি বোঝা যাচ্ছিল না, এবং আশেপাশে তেমন কেউ ছিল না—শুধু একটি মোটরসাইকেল ছাড়া।
বাইক আরোহীরাই রাসেলকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে এবং পরে আরেকটি হাসপাতালে নিয়ে যান। মাহি জানান, “হাসপাতালে নেওয়ার পর শাহেদ প্রায় এক ঘণ্টা বেঁচে ছিল। অক্সিজেন দেওয়ার চেষ্টা চলছিল, কিন্তু নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। অবস্থার অবনতি হচ্ছিল দ্রুত।”
মাহির বাগদত্তা সাদাত শাফি নাবিলের ভিজিটিং কার্ড শাহেদের কাছে থাকায় উদ্ধারকারীরা সেই সূত্রে নাবিলের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর খবর জানান।
আইনি পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মাহি বলেন, “কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা জানা নেই। গাড়িটি পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দাফনের আগেই পোস্টমর্টেম করতে হতো, কিন্তু আমরা চাইনি লাশে কাটাছেঁড়া হোক।”
ভাই হারিয়ে বাকরুদ্ধ মাহি এখন শোকাহত। তার কণ্ঠে শুধু একটি কথা—“আমরা কিছুই করতে পারলাম না।”