Ridge Bangla

‘আমার জীবনে কোনো ভুল নেই’: জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার সাহসী চরিত্র, অভিনয়ের পরিণত সৌন্দর্য ও ব্যতিক্রমী পছন্দ দিয়ে বহুবার দর্শক হৃদয় জয় করেছেন। এবার তিনি আলোচনায় এসেছেন এক পডকাস্টে দেওয়া বক্তব্যের জন্য, যেখানে নিজেকে নিয়ে বললেন, “আমার জীবনে কোনো ভুল নেই।”

জয়া বলেন, “পৃথিবীর অনেক মানুষ তাদের অতীতের অভিজ্ঞতাকে ভুল মনে করেন। কিন্তু আমার জীবনে যেগুলোকে বাইরে থেকে ভুল মনে হতে পারে, সেগুলো আসলে ভুল নয়। জীবনের প্রতিটি অধ্যায়ই আমাকে নতুন করে গড়ে তুলেছে।”

পডকাস্টে নিজের পোষ্যদের কথাও বলেন এই অভিনেত্রী। জানালেন, “আমার চারটি পোষ্য আছে—ওরা আমার কাছে চারটি বাচ্চা। আমি ওদের মা। আমার মাতৃত্ব ওদের সঙ্গেই। ওরা আমার জীবনের নেগেটিভিটিগুলো শুষে নেয়, আমাকে খারাপ থাকতে দেয় না।” পোষ্য চারটির নামও জানান তিনি—ক্লিওপেট্রা, রিও, নিমকি ও জিমি।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’, যা পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। সিনেমাটিতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও মালায়ালাম তারকা পদ্মপ্রিয়া জনকীরামনসহ আরও অনেকে।

নিজের কাজ, বেছে নেওয়া জীবন এবং প্রিয় পোষ্যদের নিয়ে জয়া বলেন, “যা করেছি, তা-ই আমি। ভুল বলে কিছু নেই। আমি খুব সন্তুষ্ট।”

আরো পড়ুন