Ridge Bangla

আমাদের একটু সহিষ্ণু ও রিয়ালিস্টিক হতে হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সমাজব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামো থেকে যে আশা-আকাঙ্ক্ষা রাখি, সবসময় তা পূরণ হচ্ছে না—এ বিষয়টি নিয়েই আমাদের ধৈর্য ধরে চিন্তা করা প্রয়োজন। তিনি বলেন, “আমাদের একটু সহিষ্ণু ও বাস্তবদর্শী হতে হবে। অনেক সময় আমরা খুব তাড়াতাড়ি অনেক দূর এগোতে চাই। তাই কি আমরা অতিরিক্ত প্রত্যাশা করছি।”

গত শনিবার রাজধানীর কাকরাইলে আর্চবিশপ ভবনে ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ কোভাকাদের অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন। প্রধান বিচারপতি আরও বলেন, “আজকে আমি মদিনা সনদের কথা উল্লেখ করেছি, বিরাট আদর্শ ও মূল্যবোধের কথা বলেছি। এ ধরনের আদর্শ অর্জনে বাধা-বিপত্তি আসবেই, ধারাবাহিকতাও অনেক সময় থেমে যায়। তবে তা আমাদের পিছপা হতে দেবে না।”

তিনি বলেন, “ধর্ম, জেন্ডার, বর্ণ, ভাষা বা গায়ের রঙ সবকিছুর ঊর্ধ্বে উঠে চিন্তা করতে হবে। এটি হয়তো আজকের মূল বার্তা।”

রাজবাড়ীর ঘটনার প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, “এই ধরনের ঘটনা আমাদের নিরুৎসাহিত করতে পারবে না। আমাদের এগিয়ে যেতে হবে। আলোচনার মাধ্যমে, একসঙ্গে বসে ঘটনার সূত্রপাত ও কারণ খতিয়ে দেখতে হবে। এটি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য অপরিহার্য।”

প্রধান বিচারপতির মন্তব্য থেকে স্পষ্ট হলো, সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোর সীমাবদ্ধতা মোকাবেলায় ধৈর্য, বাস্তবদর্শিতা ও সহিষ্ণুতা প্রয়োজন, এবং একই সঙ্গে এগিয়ে যাওয়ার সংকল্পও বজায় রাখতে হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন