দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন বলিউডের জনপ্রিয় তারকা জুটি কাজল ও অজয় দেবগন। দীর্ঘ এই সময়ে নানা ওঠানামার মধ্য দিয়েও তাঁদের সম্পর্ক আজও স্থায়ী ও শক্তিশালী। তবে সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে কাজল বলেন, “দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল।”
১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি, নিজের ক্যারিয়ারের শীর্ষ সময়ে অজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল। যদিও শুরুতে এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন তাঁর বাবা, খ্যাতিমান প্রযোজক শমু মুখোপাধ্যায়। বিয়ের সিদ্ধান্তের পর টানা চারদিন মেয়ের সঙ্গে কথা বলেননি তিনি। পরে ঘরোয়া পরিবেশে, পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে।
বিয়ের পর থেকে কাজল-অজয় দম্পতিকে খুব বেশি রোমান্টিক প্রকাশ্যে দেখা যায়নি। বরং অজয় বরাবরই সংযত ও কম কথা বলা ব্যক্তি, অন্যদিকে কাজল খোলামেলা ও স্পষ্টভাষী। এই ভিন্নতা নিয়েই তাঁদের দীর্ঘ পথচলা।
সাক্ষাৎকারে কাজল বলেন, “আমরা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা মানুষ। বাস্তবতা অনুযায়ী, অনেক আগেই আমাদের ডিভোর্স হয়ে যেতে পারত। কিন্তু আমরা সেটা হতে দিইনি।”
দীর্ঘস্থায়ী সম্পর্কের রহস্য সম্পর্কে তিনি বলেন, “সুখী দাম্পত্য জীবনের জন্য আপনার স্মৃতিশক্তি দুর্বল হওয়া দরকার। ভুলে যাওয়ার অভ্যাস থাকতে হবে। মাঝেমধ্যে কানে কম শোনাও জরুরি।” কাজলের মতে, “সবকিছু আঁকড়ে না ধরে কিছু ভুলে যাওয়া, কিছু ছেড়ে দেওয়াতেই সম্পর্ক টিকে থাকে। এটাই আমাদের সম্পর্ক টিকিয়ে রাখার আসল মন্ত্র।”
ব্যক্তিত্বের ভিন্নতা, দূরত্ব কিংবা রসায়নের অভাব—সবকিছুর মাঝেই একে অপরকে গ্রহণ করে কাজল ও অজয় আজও বলিউডের অন্যতম সফল দম্পতি হিসেবে বিবেচিত।